সরকারি সিটি কলেজ
Lorem Ipsum ১০৫৪ সালে তৎকালীন এম.এল.এ অধ্যাপক আসহাব উদ্দীন, শিক্ষানুরাগী জনাব বাদশঅ মিঞা চৌধুরী ও জনাব আলী মুহাম্মদ মাস্টার প্রমুখের উদ্যোগে বেসরকারী চেষ্ঠায় প্রতিষ্ঠিত হয় ‘চট্টগ্রাম নাইট কলেজ’। কলেজের প্রথম অধ্যক্ষ শ্রী যোগেশ চন্দ্র সিনহা এম.এ(ইংরেজি)-র হাত ধরে সিটি কলেজের পথচলা শুরু হয়। ১৯৬২ সালে দিবা শাখা খোলার মাধ্যমে ‘সিটি কলেজ, চট্টগ্রাম’ সামে নিজস্ব জায়গায়, নিজস্ব ভবনে আইস ফ্যাক্টরী রোডের পাশে (নিউ মার্কেটের দক্ষিণে) বর্তমান স্থানে কার্যক্রম শুরু হয়। ১৯৭৯ সালে জাতীয়করণের মাধ্যমে ‘সিটি কলেজ’ সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম হিসাবে প্রতিষ্ঠা লাভ করে।