সরকারি সিটি কলেজ ভবন

১৯৭৯ সালে জাতীয়করণের মাধ্যমে ‘সিটি কলেজ’ সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। বহু পথপরিক্রমায় আজ এ কলেজ দেশের অন্যতম বৃহৎ এবং একমাত্র দুই শীফটের কলেজ হিসেবে আত্মপ্রকাশ  করেছে।এইচএসসি, ডিগ্রি(পাস), ১৫টি বিষয়ে অনার্স এবং ১৫টি বিষয়ে মাস্টার্সসহ সকল কোর্সে প্রায় ২৪০০০ শিক্ষার্থী এবং  প্রায় ১২২ জন শিক্ষকের পদচারণায় মুখরিত এই কলেজ দেশে অন্যতম আদর্শ বিদ্যাপীঠ।এ কলেজকে সচল রাখার কাজে প্রায় ১০০ জন কর্মচারী সদা নিয়োজিত আছেন।বর্তমানে কলেজের মূল ক্যাম্পাসে বেসরকারী আমলের দুইটি ভবন রয়েছে। ( একাডেমিক ভবন–২, ৪তলা, এবং একাডেমিক ভবন–৬, ৪তলা) সরকারীকরণের পর ২০০০ সালে একটি ৫তলা (একাডেমিক ভবন–৩) নির্মিত হয়।  ২০২০ সালে দুটি ৫তলা একাডেমিক ভবন নির্মিত হয়, যা একাডেমিক ভবন–৪ ও একাডেমিক ভবন–৫ নামে পরিচিত এবং ২০২৩ সালে একটি ১০তলা ভবন (প্রশাসনিক কাম একাডেমিক ভবন–০১) নির্মিত হয়।এ কলেজ ক্যাম্পাসে রয়েছে আধুনিক স্থাপত্যকলায় নির্মিত ০১ টি ত্রিতল জামে মসজিদ। এছাড়া কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ মিটার দুরে দারোগা হাট রোডে রয়েছে ৪ তলা মা আমিনা (রাঃ) ছাত্রীনিবাস ও আরেকটি ৫ তলা ছাত্রীনিবাস। কাজী নজরুল ইসলাম সড়কে রয়েছে স্টাফ কোয়াটার।