সরকারি সিটি কলেজ ভবন
Lorem Ipsum ১৯৭৯ সালে জাতীয়করণের মাধ্যমে ‘সিটি কলেজ’ সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম হিসাবে প্রতিষ্ঠা লাভ করে।বর্তমানে কলেজের মূল ক্যাম্পাসে বেসরকারী আমলের তিনটি ভবন রয়েছে। (প্রশাসনিক ভবন ৫তলা, পূর্ব ভবন ৪তলা, পশ্চিম ভবন ৪তলা) সরকারীকরণের পর 2000 সালে একটি ৫তলা নতুন ভবন নির্মিত হয়। বর্তমান ২০২০ সালে দুটি ৫তলা একাডেমিক ভবন নির্মিত হয়, যা দক্ষিণ ভবন-১ ও দক্ষিণ ভবন-২ নামে পরিচিত এবং একটি ১০তলা প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। আধুনিক স্থাপত্যকলায় নির্মিত এ কলেজ ক্যাম্পাসে রয়েছে ত্রিতল জামে মসজিদ। এছাড়া কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ মিটার দুরে দারোগা হাট রোডে রয়েছে ৪ তলা মা আমিনা (রাঃ) ছাত্রীনিবাস ও আরেকটি 5 তলা ছাত্রীনিবাসের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এবং কাজী নজরুল ইসলাম সড়কে রয়েছে স্টাফ কোয়াটার। দিবা ও বৈকালিক শীফটে একাডেমিক কার্যকমের সাথে সহপাঠ্যক্রম হিসাবে বি.এন.সি.সি., রেঞ্জার গাইড, যুব রেডক্রিসেন্ট ও রোভার স্কাউট-এর কার্যক্রম চালু আছে। বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার হিসাবে এ কলেজে উক্ত বিশ্ববিদ্যালয়ের চলমান কোর্সসমূহ পরিচালিত হয়ে আসছে। এছাড়া এ কলেজে সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতাসহ নানামুখী সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি ছাত্র-শিক্ষক সমন্বয়ে সেমিনার, কর্মশালা ইত্যাদির আয়োজন করে থাকে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ছাত্র-শিক্ষক-কর্মচারী সমন্বয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতীয় দিবসসমূহ পালিত হয়। ১৯৭১সালের মুক্তিযুদ্ধে এ কলেজের অবদান অবিস্মরণীয়। কলেজের অগণিত ছাত্র শিক্ষক কর্মচারী জীবন বাজি রেখে স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধে নিজেদের যুক্ত করেছিল। দেশ মাতৃকার স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে গিয়ে তৎকালীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান চুয়েট)-এর অদুরে পাক হানাদারদের সাথে সম্মুখ সমরে নিজের জীবন উৎসর্গ করেন সিটি কলেজের তৎকালীন ছাত্র ও ছাত্র সংসদের জিএসি এ.জি.এস সাইফুদ্দিন খালেদ।